আজকাল ওয়েবডেস্ক: কুম্ভ মেলা। বিশ্বের সর্ববৃহৎ পুণ্যার্থীদের মেলা বলা হয় একে। চলতি বছরে নানা কারণেই চর্চায় কুম্ভ। শুরু থেকেই নানা বিষয়ে আলোচনা, তাতে যেমন রয়েছে দেশ-বিদেশের অতিথিদের তালিকা, রয়েছে নানা ‘বাবা’র কাহিনি, মোহময়ী মোহিনী। মাঝে পদপিষ্ট, মৃত্যু, অগ্নিকাণ্ড। সব মিলিয়ে প্রায় একমাস ধরে চর্চায় মহাকুম্ভ মেলা।
এর মাঝেই সামনে এসেছে আরও এক ঘটনা। মহাকুম্ভে যাওয়ার টিকিট না পেয়ে, তিনদিনে ১২০০ কিলোমিটার পাড়ি দিলেন দম্পতি। বাইকে যাওয়ার পিছনের কারণও জানিয়েছেন তাঁরা। দম্পতি জানান, তাঁরা যখন সিদ্ধান্ত নেন, যাবেন কুম্ভে, ততদিনে মুম্বই থেকে মহাকুম্ভে যাওয়ার ট্রেনে টিকিট নেই। যেখানে মিলছে, সেখান ভাড়া অতিরিক্ত। বিমানে নাকি ভাড়া ৩০ হাজার। ভাড়ার বহর দেখে, তড়িঘড়ি সিদ্ধান্ত। ঠিক করেন কুম্ভে যাবেন, কিন্তু ট্রেন কিংবা বিমানে নয়। ভাড়া দেখে সোজা বাইকেই বেরিয়ে পড়েন দম্পতি।
সাধনা তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি এবং তাঁর সঙ্গী নিজেদের ৫লক্ষ টাকা দামের বাইকে করেই তিনদিনে ১২০০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছেছিলেন কুম্ভে। সেখানেই ২৪ ঘণ্টা ছিলেন তাঁরা। উত্তরপ্রদেশের জনগণকে তাঁদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন সাধনা। কুম্ভের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। একইসঙ্গে যাঁরা কুম্ভে বাইকে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের অবশ্যই হেলমেট পরার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে একগুচ্ছ নিয়ম মানার কথা বলেছেন দম্পতি।
